ঢাকা: : ময়মনসিংহের আদালতে মূল আসামিদের বদলে হত্যা মামলার হাজিরা দিতে গিয়ে ধরা পড়েছেন পাঁচ ব্যক্তি। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা।
পুলিশ জানায়, আদালতের ৫ম তলায় যথারীতি বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। তিনি নান্দাইলের একটি মারামারি মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানি করছিলেন। তবে শুনানিতে পলাতক পাঁচ আসামি হাজির না হয়ে তাদের বদলে অন্য পাঁচ আসামি এজলাসে হাজির ছিলেন। তবে আদালতে নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা উত্তর দিতে থাকে।
এতে বিচারকের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাদের আটক ও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।