শিরোনাম
‘পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ আবদুল হামিদের দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘তাপসের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ড, জড়িত নানক-মির্জা আজম’ বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত ভারত থেকে আসা ১২ ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের ঘৃণা এবং সহিংসতা আমাদের শত্রু, একে অপরের নয়: ভারত-পাকিস্তানকে মালালা প্রায়ই সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন, এটা দুজনের সম্পর্কের যে ইঙ্গিত দেয় ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড, কী বলছেন পাকিস্তানি তারকারা পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম

১৩ এপ্রিল পার্বত্য ৩ জেলায় ছুটি ঘোষণা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আগামী ১৩ এপ্রিল। এদিন পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসক, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১৩ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com