শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

৫ হাজার কোটি টাকার বিয়ে!

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বিশ্বে ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়ের দেশ হিসেবে ভারত পরিচিত। দেশটির ধনকুবের ও বলিউড সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ ও চোখ ধাঁধানো বিয়ের আয়োজন নিয়ে প্রায় সবাই অবগত। এ নিয়ে যেমন রয়েছে ব্যাপক আগ্রহ, তেমনি রয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশে তর্কাতীতভাবে সর্বকালের ‘বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ বিয়ের আসরটিই গতকাল শুক্রবার বসেছে মুম্বাইয়ে। এটিই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর।

আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কি হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। এখন ফোর্বসের প্রতিবেদন বলছে, অনন্তের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি তাদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ।

একেই হয়তো বলে বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। গতকাল শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এবার অতিথি তালিকায়ও আছে চমক। জানা গেছে, উপস্থিত থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিথি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিথি তালিকায় আছেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া শোনা যাচ্ছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন কেরি, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের নাম।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা সেন্টারের (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে শুক্রবার সম্পন্ন হয় আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরপর শনিবার শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উৎসব উদযাপন হবে। আর ১৪ জুলাই হবে রিসেপশন পার্টি।

কয়েক মাস ধরে জমকালো উদযাপনে মুম্বাইয়ে গত শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সেলিব্রেশন অব হার্টস’ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার। বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরও কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।

এই ‘মহাবিবাহ’ অনুষ্ঠানে হাজির থাকছেন দেশ-বিদেশের নামি তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

পৃথিবীতে এত বড় বিয়ের আয়োজন আগে হয়েছে কি না, তা সঠিকভাবে জানা যায় না। এর আগে আলোড়ন তুলেছিল যুবরাজ চার্লস ও ডায়ানার বিয়ে। ১৯৮১ সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং ডায়ানার বিয়েকে গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন বলে মনে করা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com