মানুষের জীবন বহতা নদীর মতো। জীবনের গতিপথে নানা বাঁকবদল। তবু এগিয়ে চলতে হয়, বুনতে হয় নতুন নতুন স্বপ্ন। তাই কোনো একটি সম্পর্ক ভেঙে গেলে সেটি নিয়ে ভেঙে পড়ে জীবনের গতি থামিয়ে দেওয়ার সুযোগ নেই।
তবে বিশ্বাস একবার ভেঙে গেলে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কিন্তু, প্রতিটি মানুষই স্বতন্ত্র। তাই, সবাইকে একই রকম ভাবাটা ঠিক হবে না।
যদিও একবার সম্পর্ক ভাঙলে আবার নতুন সম্পর্কে জড়ানোর আগে নানা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। অনেকেই প্রাক্তন সঙ্গীর অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা করেন নতুন সঙ্গীর মধ্যে। ফলে সম্পর্ক নিয়ে মনের মধ্যে একটা টানাপড়েন চলতেই থাকে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে। চলুন, জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
সম্পর্কে স্বচ্ছ থাকতে হবে। প্রয়োজনে আগের কোনো ভুল বা অপরাধ অকপটে স্বীকার করে নিতে হবে। অনেকেই নতুন সঙ্গীকে হারানোর ভয়ে পুরোনো অনেক কিছু গোপন করেন। তবে, যিনি সারাজীবন আপনার সঙ্গে থাকবেন, তার কাছে এসব গোপন করাটা উচিত হবে না। মনে রাখবেন, অতীতের কোনো ভুলের কারণে যিনি আপনাকে ছেড়ে যেতে চাইবেন, তার মন আসলে আপনার সঙ্গে থাকার জন্য প্রস্তুত নয়।
অনেকেই নতুন মানুষটিকে খুশি করতে আগের সম্পর্ক ও সঙ্গীকে নিয়ে অসম্মানসূচক মন্তব্য করে থাকেন। তবে, যত খারাপ কিছুই ঘটুক না কেন; এ নিয়ে খারাপ মন্তব্য করবেন না। এতে সম্পর্ক বিষয়টিকেই ছোট করে দেখা হয়।