ঢাকা : গরমের দিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালালে ঠান্ডা হাওয়া পাবেন। কিন্তু বাড়বে আপনার বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল বেশি আসার ভয়ে অনেকেই এসি কেনেন না, কিংবা এসি কিনেও হিসেব করে চালান।
ধরুণ আপনি এসিও চালালেন অথচও বিলও আসল না, তখন কেমন হবে? অবিশ্বাস্য মনে হলেও সত্যি। যদি আপনি চালান সোলার এসি।
এই এসি চলে সূর্যের আলোয়, ফলে ইলেকট্রিক ব্যবহারের প্রশ্ন যেমন নেই, তেমনই নেই চড়া ইলেকট্রিক বিল আসার হ্যাপাও। সবথেকে বড় কথা, এই এসি চালানোর জন্য সোলার প্যানেল, সোলার পাওয়ার ব্যাংক এবং ইলেকট্রিসিটি গ্রিড- তিনটারই ব্যবহার করা যেতে পারে।
সূর্য থেকে যখন এই এসি চলার শক্তি পাবে, তখন স্বাভাবিক ভাবেই সোলার প্যানেল লাগবে। এই সোলার প্যানেল বসানো হবে বাড়ির ছাদে। ফলে, দিনের বেলা যত খুশি এসি চালাতে কোনও সমস্যা নেই।
সূর্য ডুবে গেলেও অসুবিধা নেই, কেননা, সোলার পাওয়ার ধরে রাখা যাবে এর ব্যাটারি স্টোরেজ ইউনিটে। অতএব, রাতেও শীতল হাওয়া গ্যারান্টি।
সোলার এসি বলে দূর ছাই করার মতো জিনিস কিন্তু এটা নয়। ইলেকট্রিক এসির মতোই এতেও অটো স্টার্ট মোড, টার্বো কুল মোড, ড্রাই মোড, স্লিপ মোড, অন-অফ টাইমার, অটো ক্লিন, স্পিড সেটিংস, রিমোটে গ্লো বাটন সব ফিচার পাওয়া যায়।
অনেকে বলতেই পারেন সোলার এসির দাম অনেক। তাই এই এসি কেনা যাবে না। কিন্তু এই সোলার এসিও পাওয়া যেতে পারে সাধ্যের মধ্যেই।
তাই আজই বাজারে খোঁজ নিন কোথায় পাওয়া যায় সোলার এসি। সোলার এসি খুঁজতে গুগলের সহায়তা নিতেই পারেন।