শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

কানে কিয়ারার গলার হারের মূল্য কত কোটি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে সিনেমা জগতের মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ ভিন্ন ভিন্ন পোশাক আর নজর কাড়া লুকে উৎসবের রেড কার্পেট মাতাচ্ছেন তারকারা। পিছিয়ে নেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও। তবে চলতি বছরই প্রথমবারের মতো এই উৎসবে পা রাখেন তিনি।

কানের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন কিয়ারা। তার এই ইভেন্টের লুকও নজর কেড়েছে নেটিজেনদের। শুধু পোশাক নয়, অভিনেত্রীর ভক্তদের চোখ আটকে গেছে কিয়ারার গলার হারে।

এদিন গালা ইভেন্টে সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন পরেছিলেন কিয়ারা। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। উঁচু খোঁপায় হেয়ার স্টাইল করেছিলেন তিনি।

তবে পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। শুধু তাই নয়, এই হারের মূল্য জানলে চোখই কপালে উঠবে অনেকেরই।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, কিয়ারার গলার নেকলেসটি হীরার তৈরি। এতে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। নেকলেসটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকার বেশি।

এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আগামী দিনে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে দেখা যাবে এই অভিনেত্রীকে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এছাড়া ‘ওয়ার টু’ সিনেমায় জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও দেখা যাবে কিয়ারাকে। রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন থ্রি’ সিনেমাতেও থাকছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com