যুক্তরাজ্যের প্রায় ৮০ লাখ বাসিন্দা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে চাকরি হারাতে পারেন। দ্য ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের (আইপিপিআর) এক গবেষণায় এমন চিত্রই ফুটে উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদপত্রিকা দ্য গার্ডিয়ান।
গতকাল বুধবার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক স্তরের চাকরি, খণ্ডকালীন চাকরি ও প্রশাসনিক চাকরির ক্ষেত্রে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খুব নেতিবাচক প্রভাব ফেলবে। এ সময়ই এই চাকরি হারানোর ঘটনাগুলো ঘটবে। আর এমন পরিস্থিতির সৃষ্টি হবে চ্যাটজিপিটির মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর কারণে।
অর্থনীতিতে প্রায় ২২ হাজার ধরনের কাজ বিশ্লেষণ করে আইপিপিআর বলছে, বর্তমানেই ১১ শতাংশ কর্মীর চাকরি ঝুঁকিতে রয়েছে। কোম্পানিগুলো প্রথম ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রহণ করা শুরু করলেই তারা চাকরি হারাবেন। এ ধরনের চাকরিগুলোর মধ্যে গ্রাহকসেবা, অফিস ও প্রশাসনিক কাজগুলো। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়বেন নতুনরা। যারা সদ্য পাস করে চাকরি খুঁজছেন।
এর দ্বিতীয় ধাপে যখন এআই আরও জটিল কাজে সক্ষম হয়ে উঠবে, তখন কর্মক্ষেত্রের ৫৯ শতাংশে এটি সরাসরি প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, কপিরাইটিংয়ের মতো উচ্চ বেতনের পেশা। এমন পরিস্থিতিতে প্রবৃদ্ধি শূন্যের কোঠায় গিয়ে ঠেকতে পারে। এই ইস্যুতে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার বিষয়ে জানায়নি গার্ডিয়ান।
যদিও প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি এর উল্টোও হতে পারে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি সর্বস্তরের কাজে ব্যবহার করা যায়- তা হলে কর্মসংস্থান সংকুচিত না হয়ে আরও বিকশিতও হতে পারে। উৎপাদনশীলতা ও কাজের পরিধিও বাড়বে। সেক্ষেত্রে অর্থনীতির আকার ৪ শতাংশ অর্থাৎ বছরে প্রায় ৯ হাজার ২০০ কোটি ডলার বাড়ানোও সম্ভব হতে পারে। সূত্র : দ্য গার্ডিয়ান