লাইফস্টাইল ডেস্ক : নারীদের মন আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা— দুইই নাকি সমান। কারণ এই দুয়েরই তল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তাই তো যুগে যুগে মনের কারবারিরা নারীদের অন্তরের মারপ্যাঁচ বোঝার চেষ্টা করে চলেছেন। সেই কাজে সবটা না হোক, কিছুটা সাফল্য তো মিলছেই।
তাই তো আজ একথা সহজেই বলে ফেলা যায় যে, নারীরা সবসময় নিজের থেকে ম্যাচিউর বা অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়ে যান। কিন্তু জানেন কি, কেন সমবয়সিদের ছেড়ে অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়েন নারীরা? এর কারণ একটি নয়, একাধিক। জানুন তেমনই পাঁচ কারণ সম্পর্কে।
নির্ভরতা মিলবে:
অভিজ্ঞ পুরুষরা জীবনের নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরই সাফল্যের শিখরে পৌঁছান। তাই তাদের সঙ্গে মেশার পর নারীরা মানসিক নির্ভরতা পান। তারা নিজের জীবনের নানা সমস্যা উতরে যাওয়ার জন্য এই মানুষটির অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেন। একবার এই কাজে সফলতা পেলেই মহিলাটির বুকে পুরুষটির নাম খদিত হয়ে যায়। তারপর শুরু হয় নতুন প্রেমপর্ব।
অর্থনৈতিক নিরাপত্তাই প্রধান কারণ:
মহিলারা এমন পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়তে চান, যার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। কারণ ঠকতে ঠকতে আজ মহিলারাও শিখে গেছেন যে শুধু প্রেম, ভালোবাসা দিয়ে সুখে সংসার করা সম্ভব নয়। বরং সুস্থ-সবল জীবনযাপনের জন্য টাকার প্রয়োজনই সবচেয়ে বেশি। পকেটে পয়সা থাকলে জীবনের সব সুখ কিনে নেয়া যায়। তাই তারা জীবনে সফলতার শীর্ষে থাকা সফল পুরুষের সঙ্গে মন দেয়া-নেয়া করতে চান।
নিরাপদে জীবন কাটানো যাবে:
২০২৩ সালে দাঁড়িয়েও আমাদের দেশের বেশিরভাগ মহিলাই নিরাপত্তার অভাব বোধ করেন। তাই তারা এমন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, যিনি তাদের সব রকমভাবে নিরাপত্তা দেবেন। এমনকি কোনো সমস্যায় পড়লে হাত ধরে খাদের কিনার থেকে তুলে আনবেন। এই কারণেই তারা সমবয়সি ছেলেদের তুলনায় অভিজ্ঞ পুরুষের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন।
মিলবে পূর্ণ স্বাধীনতা:
বয়স বাড়লে পুরুষের কাছে জীবনের জরুরি কিছু মূল্যবোধ পরিষ্কার হয়ে যায়। তাই তারা কোনো কিছুকেই মুষ্টিবদ্ধ করে রাখতে চান না। বরং সঙ্গীকে অপার স্বাধীনতা দিতেই ভালোবাসেন। তাই এই ধরনের পুরুষের সংস্পর্শে আসার পরই মহিলারা তাদের প্রেমে পড়ে যান। তাদের সঙ্গে জীবন কাটানোর জন্য উদগ্রীব হন।
কেয়ার করেন:
সমবয়সি পুরুষের কাছে মহিলারা তেমন একটা কেয়ার পান না। বরং ম্যাচিওর পুরুষরাই তার প্রেমিকার ছোট্ট ছোট্ট খারাপ লাগা ও ভালোলাগা নিয়ে অত্যন্ত সতর্ক থাকেন। এমনকি সঙ্গীকে খুশিতে রাখার জন্য তারা অনেকদূর পর্যন্ত যেতে পারেন। এই কারণেই মহিলাদের মন জিতে নেন অভিজ্ঞ পুরুষেরা।