খুলনা : নিশিরাতের সরকারকে রক্ষার সব পথ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে হুঁশিয়ারি উচ্চারন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এখনও এদেশের তরুণ যুবকের রয়েছে অপরাজেয় জীবনীশক্তি, সকল শ্রেণি-পেশার মানুষের প্রবল উত্থানে এই গণবিরোধী সরকারের পরাজয় এখন অত্যাসন্ন। সেখানে মিথ্যা বলা আওয়ামী লীগের জীবিকা উপার্জনের একমাত্র উপায়। কারণ এরা এদেশের আর বৈধ সত্ত্বা নয়।
শনিবার (১৫ জুলাই) খুলনায় দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, আজকে যারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন তারা ভোটাধিকার, নাগরিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছেন। দানবের মত রাষ্ট্রযন্ত্রকে কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্র দিয়ে দেশের গণতান্ত্রিক মানুষের নির্দয়ভাবে দমন করছে।
তিনি বলেন, আমরা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, ন্যায়-সত্যের জন্য লড়াই করছি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু হয়েছে, ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে চুড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চালিয়ে যেতে হবে। এ অবৈধ সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকার পতনের আন্দোলন চলমান, পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। বাংলাদেশ আজকে পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।এসময় যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি জাকির সিদ্দিকী, খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্তিত ছিলেন।