ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সফর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক। এ সফর দেশের গণতন্ত্রের জন্যও সহায়ক ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। তাদের এ সফর আমাদের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সহায়ক হবে। আমরা মনে করছি মার্কিন প্রতিনিধিদলের আগমন দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
তিনি বলেন, একদফা আন্দোলনের ওপর ভিত্তি করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে বিএনপি। তারা মাঝে মাঝে এমন কিছু কর্মসূচি দেয়। গত বছর একবার একদফা ঘোষণা করে বলেছিল যে, খালেদা জিয়া মুক্ত হয়ে সভায় যোগ দেবেন। তারেক রহমান উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। কিন্তু তাদের সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে। তারা খালেদা জিয়াকে মাঝে মাঝে অসুস্থ বানিয়ে সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। তবে, সেগুলো হালে পানি পায় না। গতকালও তারা পুরোনো কথাই নতুন করে বলেছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ বিলুপ্তির কথা বলেছে। আমরা মনে করছি সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। তাদের এ দাবি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি এই দাবি করেছে। সংসদ বিলুপ্ত করার দাবির মধ্য দিয়ে তারা দেশে সাংবিধানিক সংকট তৈরি করে অসাংবিধানিক কোনোকিছুকে জায়গা করে দিতে চায়। সে জন্য তারা সংসদ বিলুপ্ত করার দাবি করেছে।