নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ করেছে মোহাম্মদপুর থানা বিএনপি।
সোমবার বিকেলে রাজধানীর বছিলা উত্তর পাড়া বড় মিনার জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপি’র আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ন-আহবায়ক এনায়েত হাফিজ, মীর কামাল হোসেন, জামাল হোসেন টুয়েল তালুকদার , এস এম আহমাদ আলী, মামুন হোসেন, মাসুদ আহমেদ, চৌধুরী বক্সি, মোহাম্মদ ফারুক, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মান্নান হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জহিরুল হক অপু, ৩৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান, ৩১নং ওয়ার্ড সভাপতি শহীদ, ৩২ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, ২৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আমির, সাধারণ সম্পাদক কামাল, কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদলের সহ-সভাপতি এবিএম সিদ্দিক, মোঃপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রুবেল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার শরীরে প্রচন্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।