ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে, এই ভোট ডাকাত অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে আমাদের বিজয় অর্জন করতে হবে। বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। স্বাধীনতার মুল চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এই সরকার হত্যা করেছে।
সোমবার (১০ জুলাই) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত আগামী ১২ জুলাই বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে। দেশের দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃংখলা সৃষ্টি করেছে- তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যারা ধনী তাদের কথা আলাদা, কিন্তু যে মানুষ মাস শেষে নির্দিষ্ট বেতন পান তাদের সংসার চলছে না।
যুবদল সভাপতি বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদেরকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এই সরকারকে বিদায় করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে শান্তিপূর্ন আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতনের ঢেউ তোলা যায়।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে যুবদলের এই নেতা বলেন, এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দেলন অব্যাহত থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির হোসেন সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম রনি, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, মহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক মাসুমুল হক, জাভেদ হাসান স্বাধীন, এ্যাডভোকেড আজিজুর রহমান আকন্দ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাদক্ষ গোলাম মোস্তফা, আরও যারা উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান বাপ্পী, মাজেদুল ইসলাম রুমন, সাখাওয়াত হাসান চয়ন, মাহফুজুর রহমান, ভিপি তাজুল ইসলাম, কে এম মোসাব্বির সাফি, সাজিদ হাসান বাবু প্রমুখ।