ঢাকা : জুলাই বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের মাস হতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (৮ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতেই হবে। চলতি জুলাই মাস বাংলাদেশের মুক্তির ও গণতন্ত্রের মাস হতে পারে। স্বৈরতন্ত্রের পতনের মাস হতে পারে।
তিনি বলেন, সরকার পদত্যাগ না করলে বাধ্য করা হবে। পাকিস্তানিদের যেভাবে বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে এই সরকারকে বিদায় করব।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা নিখোঁজ ও গুমের শিকার হয়েছে তাদের সন্তান জানে না তার পিতা বেঁচে আছে কি না। সেজন্য তারা ধর্মীয় আচারগুলোও পালন করতে পারে না।
আলোচনা সভায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়ক অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, এম নাজমুল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।