স্পোর্টস ডেস্ক : শক্তির দিক দিয়ে লিথুনিয়ার চেয়ে অনেক এগিয়ে ইতালি। মাঠের লড়াইয়েও সেটি আবারও প্রমাণ হলো। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিথুনিয়াকে ‘গোল বন্যায়’ ভাসালো রবার্তো মানচিনির দল। পাঁচ গোল দিয়েছে পেসিনা-কিনরা।
‘সি’ গ্রুপে ইতালি সাত ম্যাচে পঞ্চম জয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লিথুয়ানিয়া এখনো পর্যন্ত পয়েন্টের মুখ দেখতে পারেনি, হেরেছে সবকটি ম্যাচে।
নিজেদের মাঠে অপেক্ষাকৃত দুর্বল লিথুনিয়াকে পেয়ে ইতালি একচেটিয়া খেলেছে। বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণ করে ব্যস্ত রেখেছে প্রতিপক্ষকে। ম্যাচ ঘড়ির প্রথম ৩০ মিনিটেই বলতে গেলে ফল নিষ্পত্তি হয়ে যায়! এই সময়ে চারটি গোল করে এগিয়ে যায় ইতালি।
১০ মিনিটে প্রথম গোল আসে। বক্সের ভেতরে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেছেন ময়েস কিন। গোলকিপার পা বাড়িয়েও শেষ রক্ষা করতে পারেননি।
৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়; আত্মঘাতী গোলে। রাশপোদ্রির জোরালো শট প্রতিপক্ষের আতকুসের শরীরে লেগে জালে জড়িয়ে যায়।
২৪ মিনিটে ইতালি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। লরেঞ্জোর ক্রসে এক ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে রাসপাদোরি জাল কাঁপান।
২৯ মিনিটে ইতালি চতুর্থ গোলটি পায়। বেরনারদেশির লব থেকে ময়েস কিন বক্সের ভিতরে পেয়ে দারুন ভলিতে লক্ষ্যভেদ করেন।
বিরতির পরও ইতালির আক্রমণে ভাটা পড়েনি। যদিও এই অর্ধে মাত্র একটি গোল এসেছে। ৫৫ মিনিটে বেরনারদেশির পাস থেকে লরেঞ্জো দলকে পঞ্চম গোল উপহার দেন।
লিথুনিয়া মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে গোল করার চেষ্টা করেছে। কিন্তু গোলকিপার দোনারুম্মা ছিলেন সতর্ক। তাই ৫ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।