ঢাকা: ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা চেষ্টা করছি ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করার জন্য। এবার মানুষ নিবিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের কারণে মানুষ এখন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।
আরও পড়ুন> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসকল যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।