আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৭ বছরের শিশুকে গুলি করে হত্যা করেছে পুলিশ। প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের গুলির প্রতিবাদে গাড়িতে অগ্নিসংযোগ করেন।
মঙ্গলবার (২৭ জুন) প্যারিসের অদূরে নঁতের এলাকায় পুলিশের গুলিতে শিশুটি নিহত হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, একজন পুলিশ কর্মকর্তা গাড়ির চালকের দিকে অস্ত্র তাক করে আছেন। গুলিবর্ষণের আওয়াজ হয়। গাড়িটি কিছুদূর গিয়ে ধাক্কা খেয়ে থামে। জরুরি বিভাগের লোকজন তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌছালেও গুলিবিদ্ধ কিশোর তৎক্ষণাৎ মারা যায়। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশের কর্মকর্তাকে হত্যা মামলায় আটক করা হয়েছে।
অপরদিকে সংবাদ সংস্থা এএফপি ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। পরে কাছাকাছি অবস্থান থেকে চালকের আসন বরাবর গুলি করেন একজন।
গাড়িতে কিশোরসহ আরও দুজন ছিলেন। একজন পালিয়ে যান এবং অপরজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ঘটনার পর ওই এলাকায় বেশ কয়েক দফা বিক্ষোভ হয়েছে। গাড়ি, ময়লার বিন ও কাঠের গুঁড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সূত্র: বিবিসি’র।