আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এর ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৬ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (২৫ জুন) দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মাদক কারবারকে ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সম্প্রতি দেশটিতে বেশ বেড়ে গেছে ।
গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছিলেন।
এর আগে, গত ৪ জুন শহরটির একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় কলম্বিয়া ও পেরুতে। এর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডর। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২১ সালে দেশটিতে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়।
সূত্র : এএফপি