ঢাকা: চলমান সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সোয়া চার হাজার কোটি টাকা। এ বিষয়ে গতকাল বুধবার সরকার ও এআইআইবির মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ওরজিট আর প্যাটেল চুক্তিতে স্বাক্ষর করেন।
ইআরডি জানিয়েছে, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশের অর্থনীতি নানা বিরূপ পরিস্থিতির মুখে পড়েছে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ইত্যাদি উল্লেখ্য। এমন অর্থনৈতিক সংকট মোকাবিলায় এআইআইবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী বাজেট সহায়তা দিতে সম্মত হয়।