শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ইন্টার পরীক্ষায় পাস করে সিটির ‘ট্রেবল’ জয়

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের লড়াইটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে তা জানা ছিল। ম্যাচের প্রথমার্ধেও সেই আভাসটাই মিলল। উল্টো ম্যাচের ৩৬ মিনিটে অস্বস্তিতে পড়ে পেপ গার্দিওলার দল। সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়। তবে তাতেই পিছিয়ে যায় নি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। গোলশূন্য থাকা ম্যাচের স্কোরলাইন ৬৮ মিনিটে বদলে দেন রুদ্রি। এই স্প্যানিশ তারকার করা গোলই ইংলিশ ক্লাবটিকে শিরোপা এনে দেয়। তুরস্কের ইস্তানবুলে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিজেদের করেছে ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেবল জয় করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে সিটিজেনরা।

প্রথমার্ধের ম্যাড়মেড়ে ফুটবলের পর গোলশূন্য ড্র’য়ে বিরতিতে যায় সিটি ও ইন্টার। তবে কিছুটা অস্বস্তিতে রয়েছে ইংলিশ ক্লাবটির সমর্থকরা। ইস্তাম্বুলে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথমার্ধে দুঃসংবাদ সিটিজেন শিবিরে। ইনজুরিতে মাঠ ছেড়েছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা।

ম্যাচের শুরুতে ষষ্ঠ মিনিটেই সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন সিলভা। তার নেওয়া হেড অল্পের জন্য ইন্টার মিলানের জাল খুঁজে পায় নি। ৩৬তম মিনিটে পেপ গার্দিওলার দলের জন্য সব থেকে বড় দুঃসংবাদটি আসে। কেননা তাদের মিডফিল্ডার ডি ব্রুইনাকে চোটের কারণে মাঠ থেকে তুলে নিতে হয়।

তার বদলি হিসেবে ফিল ফোডেনকে মাঠে নামান স্প্যানিশ কোচ। কিন্তু দুই দলের কেউই প্রথমার্ধে আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নি।দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়াতে থাকে দুই দল। তবে ম্যাচের ৫৯ মিনিটে সবচেয়ে বড় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেনি সিটি।

ম্যাচের ৬৮ মিনিটে রুদ্রির অসাধারণ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। পিছিয়ে পড়ে আক্রমণের পরিমাণ বেড়ে যায় ইতালির ক্লাবটির। সুযোগও পেয়ে বসে ইনজাগির দল। ৭০ মিনিটে দিমারকোর হেড গিয়ে সিটির ফারপোস্টে আঘাত হানে। বল আবারও ফিরে পান দিমারকো, কিন্তু তার আবারো নেয়া হেড তারই সতীর্থ রুমেরু লুকাকুর গায়ে লেগে প্রতিহত হয়।

শেষ দিকে আবারও সুযোগ হাতছাড়া করে লাউতারো মার্টিনেজের দল। ৮৮ মিনিটে লুকাকুর নেওয়া শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এডারসন। গোল হাতছাড়ার মহড়ায় ম্যাচে আর ফিরতে পারেনি ইনজাগির শিষ্যরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যানচেস্টার সিটি।

সেই সঙ্গে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়ল পেপ গার্দিওলার দল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com