তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল। মডেল রিয়েলমি ১১ প্রো। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি এতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
এই ফোনের ক্যামেরায় বিশেষ মুন মোড ফিচারও পাবেন ইউজাররা, ফিচার্সের পাশাপাশি চোখ জুড়ানো ডিজাইন রয়েছে ফোনের। রিয়েলমি সিরিজের স্মার্টফোন কিনলে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টওয়াচ পাওয়ার সুযোগও থাকছে।
রিয়েলমির এই ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। এছাড়াও এর হাইএন্ড ভার্সন পাওয়া যাবে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে।
হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে প্যানেল। যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৪১২ পিক্সেল । ডিসপ্লেতে রয়েছে পাঞ্চ-হোল কাটআউট।
প্রসেসরের ক্ষেত্রে মিলবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫ অপারেটিং সিস্টেম থাকছে অ্যানড্রয়েড ১৩। স্মার্টফোনের আসল চমক লুকিয়ে এটির ক্যামেরায়।
রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে মিলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার মেইন সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারির কথা যদি বলি তাহলে এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। প্রো মডেলে মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে অনেকেই লো ব্যাটারির মুখ পড়েন। তবে এই স্মার্টফোনে উচ্চ ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং থাকায় সেই চিন্তা দূর হবে।