আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব ভারত অতুলনীয় সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে বিখ্যাত। পরিবেশবান্ধব গন্তব্যস্থল, হোমস্টে, রাজ্যগুলোর ঐতিহ্যবাহী সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী গ্রামের আকর্ষণে প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে ভিড় জমান।
উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় স্থানের একটি হলো নাগাল্যান্ড। এখানকার প্রাকৃতিক বৈচিত্র এবং সৌন্দর্য যেমন অতুলনীয় তেমনই অনন্য এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতি। নাগাল্যান্ডের আকর্ষণগুলোর মধ্যে অন্যতম জুকোউ উপত্যকা।
জুকোউ উপত্যকা একটি চমৎকার জায়গা। মনোরম জলবায়ু,স্বচ্ছ জলাধার,চারিদিকে সবুজের হাতছানি আপনাকে নতুনত্বের স্বাদ গ্রহণের সুযোগ দেবে। প্রায় সব ঋতুতেই এখানে থাকে বিভিন্ন ফুলের সমারোহ। সমুদ্রতল থেকে উচ্চতা ২৪৫২ মিটার। পিছনেই নাগাল্যান্ডের জাফু পর্বত। দুষ্প্রাপ্য জুকোউ লিলির দেখা মেলে এখানে।
জুকোউ উপত্যকা নিয়ে টানাপড়েন চলছে নাগাল্যান্ড ও মণিপুরের মধ্যে। দুইভাবে জুকোউ উপত্যকায় ওঠা যায়। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে মোটামুটি ১৬ কিলোমিটার দূরে জাখামা দিয়ে অথবা ২৩ কিলোমিটার দূরে ভিস্যেমা দিয়ে।
কলকাতা থেকে সরাসরি ডিমাপুর ফ্লাইট অথবা হাওড়া থেকে ট্রেনে ডিমাপুর। কামরূপ এক্সপ্রেস বিকেল ৫টা ৩৫মিনিটে ছেড়ে পরদিন রাতে ৯টা ৩৫ নাগাদ পৌঁছায় ডিমাপুর। ডিমাপুর থেকে ভাড়া গাড়িতে বা শেয়ারে, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বাসে মোটামুটি ৭৫ কিলোমিটার দূরে ( চার ঘণ্টা) কোহিমা। নিচ থেকে চাল, ডাল, বাসনপত্র নিয়ে গেলে নিজেরাই কাঠের চুল্লিতে রান্না করে নেওয়া যায়। কিচেনে কাঠ কিনতে পাওয়া যায়। এই রাজ্যের হস্ত নির্মিত কারুশিল্প, ব্যাগ, ঘর সাজানোর জিনিস বিখ্যাত।