ঘোড়া থেকে পড়ে অস্ট্রেলিয়ান মডেলের মর্মান্তিক মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

বিনোদন ডেস্ক: জীবনযুদ্ধে হার মানলেন অস্ট্রেলিয়ান মডেল ও বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম ফাইনালিস্ট সিয়েন্না উইয়ার। গত ২ এপ্রিল ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই মডেল। টানা এক মাসের বেশি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে স্নাতক সিয়েন্না ছোট থেকেই মডেলিং জগতে পা রাখেন। ২০২২ সালে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় ফাইনাল পর্বে জায়গা করে নেন। হাসিখুশি, প্রাণবন্ত সিয়েন্না ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়তে পছন্দ করতেন। শুধু চড়তে পছন্দই করতেন না, দুরন্ত গতিতে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলতেন। মেয়ের এমন দস্যিপনায় আতঙ্কেই থাকতেন সিয়েন্নার বাবা-মা।

উইন্ডসর পোলো গ্রাউন্ডে ঘোড়ায় চড়তে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন সিয়েন্না। আচমকাই ঘোড়া থেকে নিচে পরে যান। মাথাসহ একাধিক জায়গায় চোট পান। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরীক অবস্থার অবনতি ঘটায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। এক মাসের বেশি সময় ধরে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ শেষে মারা যান।

সিয়েন্নার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার অনুরাগী-ভক্তরা। অনেকেই লিখেছেন, কে বলল তুমি নেই, তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে!

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com