এভিয়েশন ডেস্ক: শব্দের চেয়েও বেশি দ্রুতগতিতে উড়ছে বিমান। এটি যে সে বিমান নয়, রীতিমতো যুদ্ধবিমান। বিকট শব্দ ছাড়াই আকাশে উড়ে গেল বিমানটি। উড়োযানটি গায়েব হওয়ার পর শোনা গেল শব্দ।
যুদ্ধবিমানের এমন একটি ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে যে বিমান দেখা গেছে সেটি মূলত আমেরিকার তৈরি যুদ্ধবিমান। ভিডিওটি ছিল যুদ্ধের মহড়া।
সেই মহড়াতেই প্রতি ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে যুদ্ধবিমানের উড়েছে। ঘটনাটি নতুন নয়। ২০১৩ সালেই এই যুদ্ধবিমান শব্দের বেশি গতিতে উড়েছিল।
পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই সনিক বুম নিয়ে শুরু হয়েছে আলোচনা। যে যুদ্ধবিমান শব্দের থেকে বেশি গতিতে উড়েছিল, সেটি হল এফ/এ-১৮সি বিমান।
২০১৩ সালে এফ ১৮ যুদ্ধবিমানের পরীক্ষা শুরু করে আমেরিকার এয়ার ফোর্স। সমুদ্রের উপর যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধজাহাজের উপর হয়েছিল সেই পরীক্ষা।
ভিডিওয় দেখা গিয়েছে, সমুদ্রের উপর যুদ্ধ জাহাজ রয়েছে। সেই যুদ্ধ জাহাজের উপর দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি যুদ্ধবিমান। সেই সব বিমানই আমেরিকার এয়ারফোর্সের।
আমেরিকান সেনার সদস্যরাও উপস্থিত রয়েছেন সেখানে। এর মধ্যে একটি এফ ১৮ যুদ্ধবিমান উড়ে যাবে ওই জাহাজের উপর দিয়ে। সকলেই সেই দৃশ্যের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর এফ ১৮ বিমান দ্রুত গতিতে উড়ে গেল জাহাজের উপর দিয়ে। এত গতিতে সেটি গেল, যেন চোখের নিমেষে মিশে গেল।
ওই যুদ্ধবিমান শব্দের থেকেও বেশি গতিতে উড়েছিল। সে জন্যই বিমানটি যখন উড়ে যায় তখন কোনও শব্দ শোনা যায়নি। কিন্তু তা উড়ে কিছুদূর এগিয়ে যাওয়ার পর যুদ্ধবিমানের উড়ে যাওয়ার শব্দ শোনা গিয়েছে। যা দেখে অবাক হচ্ছেন ভিডিওর দর্শকরা।