বরিশালে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বরিশাল:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মিনী ডা. জুবাইদা রহমান-এর বিরুদ্ধে মামলায় কতৃর্ক সম্পদ ক্রোকের রায়ের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর যুবদল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে সাথে নিয়ে বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুলিশ প্রহরায় নগরীর গ্রিজ্জা মহল্লা, দক্ষিণ চকবাজার ও কাঠপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে।

মিছিল শেষে মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা দক্ষিণ যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম কয়েস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যদিকে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদল নবগঠিত কমিটির আহ্বায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে একই দাবিতে।

মসিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব খান মো. আনোয়ার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, মহানগর এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর পূর্বে তারা নগরীতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। 

এছাড়া বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করাসহ জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com