শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

আইফোন ১৫: টাইপ সি পোর্টে আসছে ৮ জিবি র‌্যামের ফোন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৫। চমক নিয়ে এবছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসবে এই ফোনটি। 

আইফোন ১৫ হবে প্রথম ইউএসবি টাইপ সি পোর্টযুক্ত আইফোন। যা এতদিন ধরে আইফোনপ্রেমীদের আকাঙ্ক্ষা ছিল। অবশেষে অ্যাপল সেই চাহিদা পূরণ করতে যাচ্ছে। 

আইফোন ১৫ বাজারে আসছে এখনো প্রায় ৯ মাস বাকি। কিন্তু এরই মধ্যে ফোনটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ফোনটিতে কী কী ফিচার থাকবে তা নিয়েও চলছে কানাঘুষা। 

আইফোন বিশ্লেষকদের মতে, আইফোন ১৪ প্রো সিরিজের সিরিজের সঙ্গে তুলনা করলে বড়সড় বদল আসতে চলেছে আইফোন ১৫ প্রো মডেলে। আর সেই আপডেট আসতে চলেছে বেশ কয়েকটা দিক থেকে। 

শোনা গিয়েছে, ১৫ জেনারেশনের নতুন মডেলগুলোতে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেম ব্যবহার করতে চলেছে অ্যাপল। পাশাপাশি সলিউড-স্টেট ভলিউম এবং পাওয়ার বাটনে ট্যাকটাইল ফিডব্যাকও অ্যাড করতে চলেছে মার্কিন প্রতিষ্ঠানটি। 

গত বছর বাজারে আসা আইফোন ১৪ মডেলগুলোতে আলাদা আলাদা ধাতু দিয়ে বর্ডার ফ্রেম তৈরি করেছিল অ্যাপল। স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ব্যবহার হয়েছিল অ্যাভিয়েশন গ্রেডের অ্যালুমিনিয়াম ধাতুর ফ্রেম। 

আইফোন ১৪ প্রো সিরিজে সার্জিক্যাল গ্রেডের স্টেনলেস স্টিল ব্যবহার করেছিল অ্যাপল। নয়া মডেলে আরও আপডেটেড ও চমকপ্রদ কিছু করতে চলেছে প্রতিষ্ঠানটি। আরও অনেক কিছুতেই আসতে চলেছে বড়সড় বদল।

এই প্রথমবার আইফোনে ব্যবহৃত হচ্ছে ৮ জিবি র‌্যাম। আইফোনের সর্বশেষ মডেলে ছিল ৬ জিবি র‌্যাম। 

র‌্যামের পাশাপাশি প্রসেসরেও আসতে চলেছে বদল। নতুন এই মডেলে শক্তিশালী এ১৭ বায়োনিক চিপসেট প্রসেসর ব্যবহার করতে চলেছে অ্যাপল।

তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের নির্মিত অত্যাধুনিক ৩ এনএম চিপও ব্যবহার হতে চলেছে এই মডেলে।

সম্প্রতি চার্জিং পোর্ট নিয়ে নয়া নিয়ম জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীতে বিক্রি হওয়া নতুন মডেলের সমস্ত মোবাইলে থাকতেই হবে ইউএসবি টাইপ সি পোর্ট পোর্ট । আর কার্যত নজিরবিহীন ভাবে প্রথমবার আইফোন এ ইউএসবি টাইপ সি পোর্টবিশিষ্ট লাইট চার্জিং ইন্টারফেস ব্যবহার হতে চলেছে। এতদিন পর্যন্ত এক্কেবারে আলাদা ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করত অ্যাপল। যার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের মোবাইলগুলোর থেকে সহজেই আলাদা করা যেত আইফোনকে। তবে সেই তফাৎ এ বার ঘুচে যেতে চলেছে। 

আইফোন বিশ্লেষক জেফ পু জানান, এখানে শেষ নয়, আইফোনের নয়া ১৫ প্রো ১৫ প্রো ম্যাক্স মডেলে আরও বেশ কিছু নতুন নতুন ফিচার যুক্ত হতে চলেছে। স্ট্যান্ডার্ড মডেলগুলোতে নতুন ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকছে, যা ডিজিট্যাল জুমিং সাপোর্ট করবে। 

আইফোন ১৫ প্রো মডেলে ৬এক্স পেরিস্কোপ জুম ক্যামেরা থাকতে চলেছে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। আর ঠিক কী কী নতুন আপডেট আইফোনের এই ব্র্যান্ড নিউ ১৫ জেনারেশনের মডেলে, তা জানতে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য ধরতেই হবে আইফোনপ্রেমীদের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com