শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিশ্বের কয়েক শ কোটি মানুষ অ্যাপটিতে ভরসা রাখেন। যোগাযোগ থেকে শুরু করে ভাবের আদান-প্রদানও হয় মাধ্যমটিতে। প্রয়োজনীয় এই অ্যাপটির সুরক্ষার জন্য পাসওয়ার্ড দেওয়া যায়। এই পাসওয়ার্ড ভুলে গেছে ফেসবুকে লগইন করা যায় না। জানুন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে তা রিকভারি করবেন। 

facebookফেসবুক পাসওয়ার্ড রিকভারি করার উপায়
google newsFollow us on google news

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কিছু নেই। পাসওয়ার্ড রিকভারি করার সুযোগ দেয় ফেসবুক। ধাপে ধাপে জানুন ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করার উপায়। 

প্রথমে ফোন বা ডেস্কটপ থেকে ফেসবুক ডটকম (facebook.com) ওয়েবসাইটে প্রবেশ করুন।

কম্পিউটার থেকে টপ রাইট কর্নারে থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে Settings & Privacy > Settings সিলেক্ট করুন।

মোবাইল অ্যাপ থেকে হ্যাম বার্গার (৩টি সমান্তরাল রেখা) আইকনে ক্লিক করে নিচে স্ক্রল করে Settings and Privacy মেন্যু থেকে Settings সিলেক্ট করুন।

এরপর Security & Login এ ক্লিক করুন।

এরপর Login সেকশনে থাকা Change Password এ ক্লিক করুন।

এরপর Current লেখা বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড ও নিচের দুইটি বক্সে নতুন পাসওয়ার্ড লিখে Save Changes চাপুন।

এছাড়াও এখানে থাকা Forgot Your Password? লেখায় ক্লিক করে নিম্নে বর্ণিত উপায়ে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।

উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তিত হয়ে যাবে বা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

facebookফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আগে থেকে ই-মেইল বা ফোন নম্বর এড করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড রিকভার করা যাবে। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার করতে

ফেসবুক ডটকম ওয়েবসাইটে (facebook.com) এ প্রবেশ করুন।

সাইন ইন ফিল্ডের নিচে থাকা Forgotten Password? লিংকে ক্লিক করুন

এরপর আপনার অ্যাকাউন্টের নাম/যুক্ত থাকা ফোন নম্বর/ই-মেইল অ্যাড্রেসের মধ্যে যেকোনো একটি প্রদান করুন।

facebookফেসবুক ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট

ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখলে আপনাকে একই বা কাছাকাছি নামের ফেসবুক আইডিগুলো দেখানো হবে, সেখান থেকে আপনারটি খুঁজে পেলে পাশে থাকা This is my account বাটনে ক্লিক করুন।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করুন

আপনি যদি ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেস প্রদান করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি রিকভারি পেজ দেখতে পাবেন।

এরপর Send code via SMS / Send code via email লেখায় ক্লিক করুন।

facebook.comফেসবুক পাসওয়ার্ড রিসেট কোড পাঠানো

আপনার মোবাইল নম্বরে বা এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি ফেসবুক সিকিউরিটি কোড বক্সে প্রবেশ করিয়ে Continue চাপুন।

এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখুন ও Continue চাপুন

উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com