ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করেছে ১২ দলীয় জোট।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে গণমিছিল শুরু করেন জোটের নেতাকর্মীরা। পরে মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর, নয়াপল্টনস্থ নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিজয়নগর গিয়ে শেষে হয়।
সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি, সংসদ ভেঙে দেওয়া, বন্দি নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি। দেশে যেন আর কোনো কারচুপির নির্বাচন না হয় তার দাবিতে আমরা সবসময় রাজপথে অবস্থান করব।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার জন্য একবার ভারতের ওপর ভর করে, আরেকবার চীনের ওপর ভর করে। এভাবেই বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এবার আর কারও ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
গণমিছিল কর্মসূচি শুরুর আগে আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দেয় ১২ দলীয় জোট। ওইদিন বেলা ১১টায় ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন জোটের নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন- এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মোহাম্মদ ইকরাম, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।