চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে কমেছে লেনদেন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ঢাকা: সূচকের ওঠানামায় বুধবার লেনদেন হয়েছে টানা দরপতনে থাকা পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসের শুরুতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও শেষ দুই ঘণ্টায় বাড়তে থাকে সূচক। সবমিলিয়ে শেষ সময়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য মিলেছে।

এ দিন ডিএসইতে লেনদেন করা ৩৩৩টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। আর সবমিলিয়ে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকা। যা আগের দিলেও ছিল ২৬৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।

এরমধ্যে বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৪টির এবং কমেছে ৯১টির। আর দর অপরিবর্তিত ছিল ১৬৮টি কোম্পানির শেয়ারের।

এদিকে, চতুর্থ কার্যদিবসে লেনদেন শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক আগের দিনের চেয় ৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, বুধবার দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৩৮৮ টাকা। এছাড়া বুধবার লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২৫টির এবং দর অপরিবর্তিত ছিল ৭৭টি কোম্পানির শেয়ারের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com