স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ফরম্যাটের সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষদিকে ঢাকায় পা রাখবে ইংলিশরা।
এই সফর দিয়ে প্রথমবারের মতো জস বাটলারের দল টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি অ্যালেক্স হেলসদের বাংলাদেশে আসার কথা রয়েছে। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ।
প্রথম দুই ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে এরপর শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামে। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংলিশরা। দীর্ঘ ৭ বছর আবারো ইংলিশদের পা পড়তে যাচ্ছে টাইগারদের ডেরায়।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে- ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে- ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে – ৬ মার্চ, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি- ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, ঢাকা