বিনোদন ডেস্ক: বির্তকের মাঝেই প্রকাশ পেয়েছে ‘পাঠান’র দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’। সুতরাং বোঝাই যাচ্ছে, বাধা-বিপত্তি যতই আসুক, এই সিনেমার মুক্তি আটকানো সম্ভব হবে না।
প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশের পর ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। এমনকি শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার এক পুরোহিত।
তবে নতুন গান প্রকাশের পর সেরকম কোনো বিতর্কে পড়তে হচ্ছে না শাহরুখকে। বরং প্রশংসার জোয়ারে ভাসছে শাহরুখ-দীপিকার রসায়ন।
এই গানে আকর্ষনীয়ভাবে হাজির হয়েছেন। তবে এই গানে শাহরুখ-দীপিকার রোমান্স না বেশি চোখে পড়লেও তাদের দুর্দান্ত নাচ আরও একবার প্রমাণ করল যে, সত্যই শাহরুখের সঙ্গে দীপিকার অনবদ্য কেমিস্ট্রি রয়েছে।
কিছুদিন আগেই কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে ট্রফি উন্মোচনে দীপিকার দেখা মিলেছিল। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম, কোনো অভিনেত্রী ট্রফি উন্মোচন করলেন, তাও আবার ভারতীয় অভিনেত্রীর হাত ধরে।
অন্যদিকে ‘পাঠান’র প্রচারে শাহরুখও স্টুডিওতে উপস্থিত ছিলেন। কিংবদন্তি ক্রীড়াবিদ উইনি রুনির সঙ্গে আলাপ সেরেছেন এবং তাকে তার সিগনেচার স্টেপ শিখিয়েছেন।
গানটি শুনুন