স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে জয়ের মহানায়ক এমিলিয়ানো মার্টিনেজ হলেও দলের ভিতটা গড়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। শেষ পর্যন্ত ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ী হওয়ায় আর্জেন্টাইন এই তারকা এখন খুশির জোয়ার ভাসছেন।
খুশির জোয়ার ভাসা মেসির আইফোন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ মেসি মাঠে দুর্দান্ত খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ শৌখিন। ব্যক্তিগত উড়োজাহাজের পাশাপাশি বিলাসবহুল বাড়ি কী নেই তার। আর তাই মেসির সংগ্রহে রয়েছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স।
মেসির আইফোনের পেছনে তার নামসহ জার্সি নম্বর ‘১০’ এবং স্ত্রীসহ সন্তানদের নাম খোদাই করা রয়েছে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং এফসি বার্সেলোনা দলের লোগোও রয়েছে আইফোনটিতে।
মেসির জন্য সোনায় মোড়ানো আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০১৯ সালে তৈরির সময় আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার।