ঢাকা: আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক কাল শনিবার (১৭ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় গণভবনে এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এই বৈঠক ডাকা হয়েছে।
সভায় জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।