সিরাজগঞ্জে বিএনপির ২৪০ জনের বিরুদ্ধে মামলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে বাদী হয়ে এনায়েতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন বেপারী। এর আগে রবিবার (২৯ নভেম্বর) রাতে বাদী হয়ে বেলকুচি থানায় পৃথক মামলা দায়ের করেন বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস।

এনায়েতপুর থানায় মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেজির মোড় যাচ্ছিলেন মামলার বাদী আফাজ উদ্দিন বেপারী। মন্ডলপাড়া নিরাময় ক্লিনিক পার করার আগেই সড়ক সংলগ্ন পশ্চিমের বাগানের কাছে পৌঁছানোমাত্রই আগে থেকে ওত পেতে থাকা বিএনপির নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে পরপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় হামলা ও ভাঙচুর চালায়। এতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পৌঁছে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অপরদিকে রবিবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মুকুন্দগাতি ফেরার পথে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি গ্রামে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ ও হামলা করে বিএনপি-ছাত্রদলের নেতারা। এ ঘটনায় রাতেই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস হয়। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতারা পূর্ব থেকে ওত পেতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে বেলকুটি থানার ওসি তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com