স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ঘানা। উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘানার হয়ে দুটি গোল করেন কুদস, একটি গোল করেন সালিসু। কোরিয়ার হয়ে দুটি গোল করেন গুই-সং।
প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কোরিয়া। আর ঘানা ৩-২ গোলে হারে পর্তুগালের কাছে। আজ কোরিয়াকে হারিয়ে নকআউটের সম্ভাবনা জিইয়ে রাখল আফ্রিকান দেশটি। অন্যদিকে হারলেও শেষ ষোলোর সম্ভাবনা চিকন সুতোয় ঝুলছে কোরিয়ার।
এডুকেশন স্টেডিয়ামে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা কোরিয়া প্রথম ১৭ মিনিটে কর্নার পায় ৭টি। একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা। ধারার বিপরীতে ২৪ মিনিটে প্রথম সুযোগেই লিড নেয় ঘানা। আন্দ্রে আইয়ুর ফ্রি-কিকে ডি-বক্সে বল ক্লিয়ার করতে পারেনি কোরিয়া। জটলার ভেতর কাছ থেকে শটে বল জালে পাঠান মোহাম্মেদ সালিসু।
৩৪ মিনিটে ঘানার ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ কুদস। বাঁ দিক থেকে জর্ডান আইয়ুর ক্রসে ৬ গজ বক্সের মুখে চমৎকার হেডে গোলটি করেন তিনি।
প্রথমার্ধে দুই গোল হজম করা দক্ষিণ কোরিয়া ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে সমতায় ফেরান চো গুই-সং (৫৮ ও ৬১ মিনিট)। ম্যাচে লিড নিতে দেরি করেনি ঘানাও। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুদস। ৩-১ এ লিড নেয় আফ্রিকান দলটি।
এরপর গোল শোধে উন্মত্ত হয়ে উঠে দক্ষিণ কোরিয়া। বেশকটি গোলের সুবর্ণ সুযোগও ছিল তাদের সামনে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। শেষ বাঁশি বাজার পর রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হয় কোরিয়ার খেলোয়াড়রা। কারণ বাঁশি বাজার আগে প্রাপ্ত কর্নার তাদের দেওয়া হয়নি। এ নিয়ে বেশি বাগবিতণ্ডা হলে কোরিয়ার রেফারিকে লাল কার্ড দেখান রেফারি।
‘এইচ’ গ্রুপে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে সবার উপরে পর্তুগাল। দুই ম্যাচে এক জয় ও হার নিয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ঘানা। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট সমান ১।