‘দুর্নীতিগ্রস্ত’ বিএনপি কীভাবে অন্যের দোষ খোঁজে, প্রশ্ন হানিফের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২

কুষ্টিয়া: বিএনপিকে দুর্নীতিগ্রস্ত দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় থাকতে বিএনপি হাওয়া ভবন খাওয়া ভবন বানিয়ে লুটপাট করে দেশটাকে ধ্বংস করেছিল। তাই কোনো কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে বিএনপির লজ্জিত হওয়া উচিত। বিএনপি নিজেই দুর্নীতিবাজ দল। অথচ সেই দলের নেতারা কি করে অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায় এটা জাতির কাছে হাস্যকর মনে হয়।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি জানিয়ে হানিফ বলেন, আওয়ামী লীগ ভুয়া নির্বাচনে বিশ্বাস করে না। এই দেশে যত অভিযুক্তপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচন বিএনপি করেছে। বিএনপি ভুয়া নির্বাচন করেছিল বলে জনগণ তাদের টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। বিএনপির এই মিথ্যাচার জনগণ বিশ্বাস করেনা বলেই আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে। জনগণের সমর্থন ছাড়া কারও ক্ষমতায় টিকে থাকার সুযোগ নেই।

নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোনো দল যদি নির্বাচন কমিশনের সংলাপে না যায় সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে সংকটের কোনো কারণ নেই। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন ত্রুটিমুক্ত ও অধিক গ্রহণযোগ্য করতে পরামর্শ নেওয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়। এ নিয়ে আমি কোনো সংকট দেখি না।

হানিফ বলেন, জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকি। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোনো সিদ্ধান্ত নয়।

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, আমরা চাই সব দল নির্বাচনে আসবে। কেউ যদি নির্বাচনে আসতে না চায় তাহলে বুঝতে হবে তারা হয়তো নির্বাচন করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। সেজন্য তারা ভয়ে নির্বাচনে আসতে চায় না।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা শিক্ষা অফিস ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com