অপমানের প্রতিশোধ নিয়েছি: কাদের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

ঢাকা : পদ্মা সেতুর উদ্বোধনী বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা, আপনাকে অভিবাদন। আপনাকে স্যালুট করি। গোটা জাতি আজ আপনাকে স্যালুট করে। সারাবিশ্বে আজ আপনি প্রশংসিত। এটা (পদ্মা সেতু) আমাদের সক্ষমতার প্রতীক, সেটা সত্যি। তারচেয়েও বড় সত্য আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।’

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) প্রমাণ করেছেন, ইয়েস, উই ক্যান। আমরাও পারি। নিজের টাকায় করব। প্রমাণ করেছেন নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। মাথা নত করেনি বঙ্গবন্ধু কন্যা। কী দুঃসময়, কী চ্যালেঞ্জ, চক্রান্ত, দেশে-বিদেশে। সবকিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।’

তিনি বলেন, ‘একা নন প্রধানমন্ত্রী, শেখ রেহানার কী অপরাধ ছিল? জয়ের কী অপরাধ ছিল? পুতুলের কী অপরাধ ছিল? একটা পরিবারকে টার্গেট করে হেনস্তা করা হয়েছে। একটা পরিবারকে অপমান করা হয়েছে এই সেতুর প্রকল্প থেকে সরে গিয়ে। অপবাদ দিয়েছে দুর্নীতির। আজকে বঙ্গবন্ধু পরিবার, আমাদের সাবেক উপদেষ্টা, সচিব, অনেককেই অপমান করা হয়েছে’।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মান কাজে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়ে ওঠে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com