প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (৩৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুন) আল বাতানাহ আবু আবালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবালের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাচঁবাড়ী গ্রামে। তার বাবার নাম আবুল কালাম।
মাত্র ১২ দিন আগেই ওমানে পাড়ি জমান ইকবাল।
জানা গেছে, হোটেল থেকে ভাত নিয়ে সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।