যেভাবে সিনেমায় এলেন স্নিগ্ধা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

‘এই শহর জাদুর শহর… নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়’- গানটির এই কথাগুলোর মতোই জাদুর শহরে নিজের স্বপ্নের ভোর দেখলেন ঢাকাই সিনেমার নবাগত নায়িকা স্নিগ্ধা।

বুধবার আনুষ্ঠানিকভাবে জানা গেল তার নায়িকা হওয়ার খবর।

গত বছরের অক্টোবরে রাস্তা নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সে সময় জানা যায়, সিনেমাটি পরিচালনা করবেন পোড়ামন-টু খ্যাত পরিচালক রায়হান রাফি। আর এতে প্রধান এক চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে নায়িকা কে থাকছেন তা জানানো হয়নি।

সেই ঘোষণার প্রায় ৭ মাস পর বুধবার জাজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা করা হয়, রাস্তা সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নবাগত স্নিগ্ধা।

কে এই স্নিগ্ধা, কীভাবে সিনেমায় এলেন, তার স্বপ্ন বাস্তবে ধরা দিলো কীভাবে- সেসব নিয়েই নিউজবাংলার সঙ্গে আলাপ করেছেন নবাগত এই নায়িকা।

যেভাবে সিনেমায় এলেন স্নিগ্ধা

জন্ম ও পড়াশোনা

আমার জন্ম ও বেড়ে ওঠা রংপুর শহরে। আমাদের খুব ছোট ফ্যামিলি- বাবা, মা, ছোট ভাই আর আমি। এখন লেখাপড়া করছি সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে, অর্থনীতিতে শেষ বর্ষে।

মডেলিং

২০১৮ সাল থেকে মডেলিং করছি। মডেলিং ক্যারিয়ারে চার বছর চলছে। আমার বেশ কিছু প্রমিনেন্ট ব্র্যান্ডের কাজ করা হয়েছে। এর মধ্যে কে-ক্রাফট, টপ-টেনসহ বেশ কিছু রয়েছে। আর র‍্যাম্প মডেলিংটা কন্টিনিউ করেছি। তবে ভিজ্যুয়ালে কখনও আমার কাজ করা হয়নি। সব সময় ইচ্ছে ছিল করলে ভালো কিছু দিয়ে শুরুটা করব। তারাও ভালো নতুন মুখ খুঁজছিলেন। সেই অবস্থান থেকেই আমার অডিশন দেয়া এবং সিলেক্ট হওয়া।

যেভাবে সিনেমায় এলেন স্নিগ্ধা

জাজের সঙ্গে যোগাযোগ

আমি পরিচালক রাফি ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছিলাম। তারা যখন অডিশন নিচ্ছিলেন তখনই আমি এ বিষয়ে জানতে পারি এবং আমি নিজেই অডিশন দেয়ার জন্য যাই। বেশ কয়েকটি অডিশন দিতে হয়েছে আমাকে। অলমোস্ট ৬ মাস আগে সেই অডিশন দিয়েছিলাম। অডিশন দেয়ার পর আমি নিজেও সংশয়ে ছিলাম-যেহেতু আমি র‍্যাম্প মডেল, অভিনয় নিয়ে কোনো…

যেভাবে সিনেমায় এলেন স্নিগ্ধা

সিনেমায় যুক্ত হওয়ার গল্প

সত্যি কথা বলতে আমি বাংলা মুভি দেখি না। তো পোড়ামন টু যখন মুক্তি পায় তখন আমরা কাজিনরা সবাই মিলে সিনেমাটি দেখেছিলাম। তখন আমি ইন্ড্রাস্টিতেই ছিলাম না, এমনকি মডেলিংয়েও না।

পোড়ামন টু দেখার পর সিয়াম এবং পূজাকে পছন্দ হয়েছে। আমার খুব ভালো লেগেছিল তাদের জুটিটা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল ডিরেকশন। সচরাচর আমি কখনও ইন্ডিয়ান এবং হলিউডের মুভি না হলে ডিরেক্টরের নাম নিয়ে কিউরিসিটি দেখাই না। মুভি যখন শেষ হলো তখন আমার মনে প্রশ্ন জাগে- এই মুভির ডিরেক্টর কে? নামটা খুঁজে দেখলাম রায়হান রাফি। পরে আমি ফেসবুকে সার্চ দিলাম- নতুন একজন ডিরেক্টর।

ওইদিনই আমি চিন্তা করেছিলাম- যদি কখনও মুভি করি, ফার্স্ট মুভিটা এই ডিরেক্টরের সঙ্গে করার চেষ্টা করব। সেই ইচ্ছেটা যে এভাবে বাস্তবে রূপ নেবে এটা কখনও ভাবতে পারিনি।

যেভাবে সিনেমায় এলেন স্নিগ্ধা

অভিনয়ের জন্য প্রস্তুতি

আমি ছোটবেলা থেকেই ক্ল্যাসিক্যাল নাচ শিখে আসছি। সেখান থেকে আমার নাচের ব্যাপারটি ক্লিয়ার। আর অভিনয়ের ব্যাপারে অবশ্যই প্রস্তুতি নিচ্ছি।

শুটিং শিডিউল

৫ জুন থেকে আমাদের শুটিং শুরু হয়ে যাবে। তবে কোথায় শুরু হবে তা এখনও বলতে পারছি না।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com