ক্রীড়া প্রতিবেদক: এখনো ক্যারিয়ারে আলো ছড়াতে পারেন নি তিনি। পরিচিতিটাও নেই তেমন। ঠিক এমন সময়ে ভিন্ন কারণে আলোচনায় কামিল মিশারা। শৃংখলা ভেঙে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। লঙ্কান টিম ম্যানেজম্যান্ট এনিয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে বড় কোন অপরাধই যে তিনি করেছেন তার ইঙ্গিত স্পষ্ট!
গত ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এখন খেলছে দুই দল। এই সিরিগের শেষ টেস্ট হওয়ার আগে নিয়ম ভঙ্গের অভিযোগে দেশে ফিরে যেতে হচ্ছে লঙ্কান ক্রিকেটারকে।
কামিল মিশারার শৃংখলা ভঙের খবরটি জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি এখন শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে রয়েছেন। দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে তাকে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’
শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে ছিলেন কামিল মিশারা। চট্টগ্রামের পর ঢাকা টেস্টের একাদশেও সুযোগ হয়নি। কিন্তু মাঠের বাইরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠল। কামিল প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন। ফিফটি ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার।