স্পোর্টস ডেস্ক : জয়ের দেখা পেতেই যেন ভুলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। এবার এভারটনের মাঠে গিয়ে তারা হেরে এসেছে ১-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার সব সম্ভাবনাও প্রায় শেষ হয়ে এসেছে তাদের।
এই পরাজয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়ালো ৫১। তারা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
গোডিসন পার্কে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে অ্যান্থোনি গর্ডনের দেয়া একমাত্র গোলেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের।