বিমানবন্দরে যৌন হেনস্থার শিকার আয়েশা তাকিয়া

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। সপরিবারে মুম্বাইয়ে যেতে গোয়া বিমানবন্দরে এসেছিলেন তারা। সেখানেই তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ উঠেছে গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। আয়েশার স্বামী ফারহান আজমি বিষয়টি নিয়ে সরব হন টুইটারে।

ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

ফারহান এ দিন অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে টুইট করতেই চারিদিকে সাড়া পড়ে যায়। একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, ফারহান জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। যার পরই ক্রোধে ফেটে পড়েন আয়েশার স্বামী।

তার টুইটের প্রতিক্রিয়ায় যদিও পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ‘ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com