তথ্য ও প্রযুক্তি ডেস্ক : চীনা জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ট্যাবলেট। এই মিনি মডেলের ট্যাবটি কাজ করবে পাওয়ার ব্যাংকের বিকল্প হিসেবে। ডিভাইসটিতে রয়েছে রিভার্স চার্জিং প্রযুক্তি। ট্যাবটি থেকে ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে থাকছে ৮.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। পেছনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
প্যাড মিনিতে ইউনিসক টি৬১৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘসময় ব্যবহারের জন্য থাকছে ৬৪০০ এমএএইচ ব্যাটারি। বেশি ব্যাটারি হওয়ায় রিভার্স চার্জিং প্রযুক্তি ব্যবহার করে অনায়াসে ৩ হাজার এমএএইচ ব্যাটারির ২টি ফোন চার্জ করা যাবে। ট্যাবটি দ্রুত সময়ে চার্জ করতে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
ট্যাবটি ২ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকা ভার্সনটির মূল্য ১৬ হাজার টাকা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মূল্য ২০ হাজার টাকা। বর্তমানে ফিলিপাইনের বাজারে ট্যাবটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে, তা জানা সম্ভব হয়নি।