বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন থেকে সকল যোগাযোগ বন্ধ করে দিয়ে হয়েছিলেন লাপাত্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা তার মুঠোফোনেও বারবার চেষ্টা করেও মিলছিল না কোনো সাড়া। গুঞ্জন ছিল, এক প্রকৌশলীকে বিয়ে করে সংসার করছেন তিনি। যদিও বিয়ের বিষয়ে এতো দিনেও সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন পরে হলেও অবশেষে খোঁজ মিলেছে পপির। বিয়ের বিষয়ে এবার তিনি নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমি সব কিছুই নজরে রাখছি। সময় মতো সব মোকাবিলা করবো।’
তিনি আরও বলেন, ‘আমি গণমাধ্যমের সৃষ্টি। ‘আনন্দ বিচিত্রা’ আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়।’
বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না- আমারও অভাব নেই। কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়। আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না।’