বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৬০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ১। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
পদের নাম: গাড়িচালক। পদসংখ্যা: ১। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু হালকা মোটরযান চালানো লাইসেন্সধারীদের আবেদন গ্রহণ হবে না। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ২। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,২১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১৩ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে : আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খামসহ পাঠাতে হবে সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা–১০০০- এই ঠিকানায়।
আবেদন ফি : ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের তারিখ: ১৩ এপ্রিল ২০২২।