স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা জাতীয় দলের। বৃহস্পতিবার ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮ মে টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে খেলবে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ।
সিরিজের প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ১৫ মে। ১৯ মে ওই টেস্ট শেষ করে দুই দল ঢাকায় আসবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
টানা ক্রিকেটের মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের পরে ঘরের মাঠে সিরিজ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফর শেষ করেই অংশ নিয়েছে বিপিএলে। ফ্র্যাঞ্চাইজি ওই টুর্নামেন্ট শেষ করেই ছুটছে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষ করে ছোট্ট বিরতি দিয়েই আবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমে পড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।