আন্তর্জাতিক ডেস্ক : খুব দ্রুতই আত্মসমর্পণ করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শিগগিরই আত্মসমর্পণের ঘোষণা দেবেন। এমন দাবি করেছেন বুলগেরিয়ার সাবেক কমান্ডার জেনারেল দিমিতার শিভিকভ। বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
জেনারেল দিমিতার শিভিকভ বুলগেরিয়ার ৬১ তম স্ট্রাইমস্কায়া মেকানাইজড ব্রিগেডের সাবেক কমান্ডার। এছাড়াও ন্যাশনাল কমান্ডার হিসেবে তিনি ইরাক, আফগানিস্তান যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ।
রুশ গণমাধ্যম প্রাভদা’য় প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় রেডিও বার্তায় শিকিশভ বলেন জয় দিয়েই, ইউক্রেনের বিশেষ অভিযান শেষ করবে রাশিয়া। আর ইউক্রেন অবশ্যই আত্মসমর্পণের পথ বেছে নেবে।
বুলগেরিয়ান রেডিও বরাত দিয়ে প্রাভদা আরও লিখেছে, রাশিয়ার সামরিক বাহিনী এ সংঘাতে জয়ী হবে, এ নিয়ে আমার কোন সন্দেহ নেই বলে মন্তব্য করেন জেনারেল শিভিকভ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বুলগেরিয়ার অবস্থান নেয়া সম্পর্কে শিকিশভ বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং সামরিকরণ মুক্ত করা। তাই রাশিয়া তার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিয়েভকে কোনও অস্ত্র সরবরাহ করা বুলগেরিয়ার জন্য উচিত হবে না। কারণ এতে করে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি হবে।
ওই সাক্ষাৎকারে শিভিকভ আরও বলেন, ২০০৪ সাল থেকে ইউক্রেন “রুশোফোবিক নীতি” (রাশিয়ার বিপক্ষে অবস্থান নীতি) চালাচ্ছে। শুধু তাই নয়, বাইরে থেকে ইউক্রেনকে এই উস্কানি দিচ্ছে ওয়াশিংটন।
অবশ্য বুলগেরিয়ান জেনারেলের আগে ইউক্রেনের আত্মসমর্পণের সম্ভাবনার কথা বলেছিলেন বেলারুশের রাষ্ট্রপতি আলেক্সান্দার লুকাশেঙ্কা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ সরাসরি রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। এবং রুশ ঘাটিও রয়েছে দেশটিতে।