স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছিল ইংলিশ মেয়েরা। জবাবে খেলতে নেমে ১৩৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের মেয়েদের। তারা দলীয় ১৫ রানেই হারায় ওপেনার ড্যানি ওয়েটের উইকেট। ব্যক্তিগত ৬ রানে তিনি জাহানারা আলমের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বেশিক্ষণ টিকতে পারেননি হিথার নাইটও। এই মারকুটে ব্যাটার ফেরেন ৬ রান করে সালমা খাতুনের শিকার হয়ে।
এরপর ওপেনার টমি বিউমন্ট ও ন্যাট স্কিভার দারুণ এক জুটি গড়ে ইংল্যান্ডের হাল ধরেন। বিউমন্ট খেলেন ৬৯ বলে ৩৩ রানের ইনিংস। স্কিভারের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৪০ রান। ওপেনার বিউমন্ট শিকার হয়েছেন রিতু মনির। আর স্কিভারকে সাজঘরে পাঠান ফাহিমা। মিডল অর্ডারে অ্যামি জোন্স ৪৭ বলে ৩১ রান করে আউট হন লতা মন্ডলের বলে। যদিও বাংলাদেশি বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন শোফিয়া ডাঙ্কলি। তিনি ৭২ বল খেলে করেন সর্বোচ্চ ৬৭ রান। শেষদিকে ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে এবং সোফি একলেস্টোন ১৭ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের সংগ্রহ ২০০ পার করেছেন।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন শামীমা সুলতানা ও শারমিন আকতার। দুজনে যোগ করেন ৪৪ রান। পাঁচ রানের ব্যবধানে দুজনকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজনেই সমান ২৩ রান করে সাজঘরে ফেরেন।
এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। ফারজানা হক আউট হন ১১ রান করে। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ২২ রান। মিডল অর্ডারে একাই লড়াই করেছেন লতা। তার ব্যাট থেকে আসে ৩০ রান। শেষদিকে রিতুমনির ১১ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই। ফলে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পন করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সোফি একলেস্টন ও চার্লি ডেন। দুটি উইকেট পেয়েছেন ফ্রেয়া ডেভিস। একটি উইকেট পেয়েছেন হিথার নাইট।
নারী বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র অর্জন পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়। এরপর বেশ কয়েকটি ম্যাচে জয়ের খুব কাছে গেলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফলে একটি মাত্র জয় নিয়েই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে।