শিরোনাম
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা পুণ্যের সন্ধানে মহাকুম্ভের পথে পুনম পান্ডে কুম্ভমেলায় পদদলনের ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫, আহত শতাধিক এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় চুক্তি ফকিরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী

২৬ মার্চ থেকে যেভাবে পাবেন রেলের ই-টিকিট

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ঢাকা : বাংলাদেশে রেলওয়েতে যাতায়াতের জন্য যারা অনলাইনে টিকিট কাটতে চান তাদের জন্য ই-টিকিটিং নিয়ম জানিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই নিয়মে ২৬ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

শুক্রবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

শনিবার (২৬ মার্চ) থেকে চালু হওয়া বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট কেনার নিয়ম:

রেজিস্ট্রেশন প্রক্রিয়া (শুধুমাত্র একবার করতে হবে):

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটির নিচের দিকে ‘Registration’ বাটনে ক্লিক করতে হবে। ‘Create an Account’ নামের নতুন একটি পেজ আসবে। এখানে ‘Personal Information’ এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে প্রদর্শিত ‘Security Code’ দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পেজ আসবে। ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেওয়া ই-মেইল ঠিকানায় Bangladesh Railway থেকে একটি ই-মেইল পাঠানো হবে। আপনার ই-মেইলের মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভেতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

টিকিট কেনার প্রক্রিয়া:

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। “Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে “Log in” বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে। এখানে যে পেজটি আসবে সে পেজে আপনার চাহিদা অনুযায়ী ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

যাত্রির ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট থেকে টিকেট মূল্য কেটে নেওয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হবে।

ই-মেইল মেসেজ বক্স থেকে টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com