শিরোনাম

মারিউপোলের আরো ভেতরে প্রবেশ করেছে রুশবাহিনী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের আরো ভেতরে প্রবেশ করেছে রুশ সেনাবাহিনী। অন্যদিকে মিকোলাইভ শহরেও অব্যাহত রয়েছে মস্কোর বিমান হামলা।

মারিউপোলে এ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দুর্ভোগের দৃশ্য দেখা গেছে।

শহরটির পুলিশ কর্মকর্তা মাইকেল ভার্শনিন এক ভিডিও বার্তায় জানান, শিশু ও বৃদ্ধরা প্রাণ হারাচ্ছেন। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা চরম আপত্তিকর বলে জানিয়েছে বেইজিং।

চলমান পরিস্থিতিতে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য যুদ্ধ চালাচ্ছে এবং তথ্য সন্ত্রাস ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানসিক এবং শারীরিকভাবে অন্য যেকোনো সময়ের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

এদিকে, পুতিনের সঙ্গে আর হয়তো কোনোদিনও সম্পর্ক স্বাভাবিক হবেনা বলে আশংকা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com