আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৮ জন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন।
আজ শনিবার কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির মধ্যে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থাও গুরুতর।
খবর এনডিটিভি